Thursday, September 19, 2024
spot_img
spot_img
Homeরাজ্যনবান্ন: একনজরে জেনেনিন পুজোর বিধি নিষেধ

নবান্ন: একনজরে জেনেনিন পুজোর বিধি নিষেধ

রাজ্যে করোনা অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু তা বলে খুব বেশি ঢিলেমি দিতে চায় না প্রশাসন। এভাবেই কড়া বিধিতে বাঁধতে চায় নাগরিকদের, যাতে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকে। পুজোতেও তাই জারি থাকবে তেমন বিধি। কেন্দ্র অবশ্য এই নিয়ে আগেই সতর্ক করে দিয়েছিল। এবার রাজ্যও করল।

বুধবার নবান্নে পুজো নিয়ে একগুচ্ছ বিধি নির্দেশ জারি করা হল।

এদিন নবান্নে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী। সেখানেই জেলা শাসকদের পুজো নিয়ে সতর্ক করেন। কীভাবে পুজো উদযাপন হবে, তা নিয়ে গাইডলাইন প্রকাশ করা হয়েছে। জেলা শাসকদের মাধ্যমে সেই গাইডলাইন সব পুজো কমিটিকে পাঠানো হবে।

প্রশাসন মনে করছে, গত বছরের তুলনায় এবার মণ্ডপে দর্শনার্থীদের ভিড় বাড়বে। কারণ এবার করোনা অনেকটাই নিয়ন্ত্রণে। তাই অনেক বেশি মানুষ বাড়ি থেকে বেরিয়ে ঠাকুর দেখবেন। সেই মতোই সরকার সাজাতে চাইছে পরিকল্পনা।

কী কী বিধি মানতে হবে?‌

• প্রতিটি মণ্ডপ নিয়ম করে স্যানিটাইজ করতে হবে।
• গতবারের মতোই তিনদিক খোলা মণ্ডপ তৈরি করতে হবে। যাতে দূর থেকেই প্রতিমা দর্শন করতে পারেন দর্শনার্থীরা।
• মণ্ডপ নির্মাণের ক্ষেত্রেও গতবারের মতো বিশেষ ব্যবস্থা থাকবে।
• ব্যারিকেড দিয়ে ভিড় নিয়ন্ত্রণ করতে হবে।
• মণ্ডপে ঢোকা বা বের হওয়ার ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে, তা পুজো কমিটিগুলিকে আগাম জানাতে হবে।
• দর্শকরা মাস্ক না পরলে মণ্ডপে ঢুকতে পারবেন না। মাস্ক বাধ্যতামূলক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments