ভােটদানে উৎসাহ দিতে শনিবার নতুন ভােটারদের নিয়ে বর্ণ্যাঢ্য শোভাযাত্রা করল মুর্শিদাবাদের ভরতপুর-২ ব্লক প্রশাসন।
এদিন এলাকার সালার কলেজ মােড় থেকে রঙ বেরঙের ফেস্টুন, প্ল্যকার্ড সহ ছাত্র ছাত্রীদের নিয়ে ওই ঐ শোভাযাত্রা বের হয়। প্রায় তিন কিলােমিটার দূরে
তালিবপুর গ্রামে এটি শেষ হয়।
এদিকে নতুন ভােটারদের নিয়ে ওই ব্লক প্রশাসনের পক্ষ থেকে একটি দৌড় প্রতিযােগিতারও আয়ােজন করা হয় একই দিনে।
জনস্বার্থে প্রচার
ভরতপুর-২ ব্লকের বিডিও আশিস মণ্ডল নিজেই জানালেন-