প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসত্য বলছেন বলে বিষ্ণুপুরের নির্বাচনী জনসভায় অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে না।
জনস্বার্থে বিজ্ঞাপন
দেশে নরেন্দ্র মোদী, অমিত শাহদের সিন্ডিকেট চলছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, কৃষকদের ওপর অত্যাচার করছে বিজেপি। সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন চালু করার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি কিন্তু ত্রিপুরায় সরকারি কর্মচারীদের পিএফ বন্ধ হয়ে গিয়েছে।