দেশে তৈরি টিকা- কোভ্যাকসিন, করোনা সংক্রমণ প্রতিরোধে ক্ষেত্রে ৮১ শতাংশ কার্যকারিতা প্রমাণ করেছে। তৃতীয় দফার পরীক্ষায় ২৫ হাজার ৮০০ জন স্বেচ্ছাসেবক অংশ নিয়েছিলেন।
জনস্বার্থে প্রচার
ভারত বায়োটেক, রাষ্ট্রায়ত্ত সংস্থা- ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ-ICMR’এর সঙ্গে যৌথ উদ্যোগে এই টিকা তৈরি করেছে। ICMR-এর মহানির্দেশক ডঃ বলরাম ভার্গব বলেছেন, মাত্র আট মাসেরও কম সময়ে এই সাফল্য, আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্য পূরণে আমাদের আরো একধাপ এগিয়ে দিলো।
ভারত বায়োটেকের ম্যানেজিং ডিরেক্টর ডঃ কৃষ্ণা এল্লা জানিয়েছেন, করোনা ভাইরাসের পরিবর্তিত রূপগুলি প্রতিরোধেও, কোভ্যাকসিন কার্যকর।