প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে পশ্চিমাঞ্চলীয় পণ্য করিডোর WDFC-র নিউরেওয়ারী থেকে নিউ মাদার পর্যন্ত ৩০৬ কিলোমিটার দীর্ঘ শাখার উদ্বোধন করেন।
জাতীর উদ্দেশ্যে এই পণ্য করিডোর উৎসর্গ করে শ্রী মোদী বলেন, দেশের অর্থনৈতিক বিকাশে এই পণ্য করিডোর গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
পণ্যবাহী ট্রেন ১-শো কিলোমিটার গতিবেগে ছুটতে পারবে।
অনুষ্ঠানে শ্রী মোদী নিউ আটেলি – নিউ কিষাণ গড়ের মধ্যে বৈদ্যুতিক ইঞ্জিন চালিত দো-তলা মালগাড়ির যাত্রার সূচনা করেন।
রাজস্থান ও হরিয়ানার রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীরা এবং কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল অনুষ্ঠানে উপস্হিত ছিলেন।