বিগত 2021সালের বিধানসভা নির্বাচনে দলে থেকে দল বিরোধী কার্যকলাপ কারীদের বিরুদ্ধে এবং যারা খোদ তৃণমূল দলের প্রার্থীদের বিরুদ্ধে ভোট করেছেন, তাদের বিরুদ্ধে সরব রানীনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির ৯ কর্মদক্ষ সহ মোট ১৭ জন পঞ্চায়েত সমিতির সদস্য।
রানীনগর এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি আমিনুল হাসান বাপির বিরুদ্ধে মোটা অংকের অর্থ তসরুপাত সহ একাধিক দুর্নীতির বিরুদ্ধে লিখিত অভিযোগ তুলে কাছে অনস্থার প্রস্তাব করে সাংবাদিক সম্মেলন করলেন আজ।
এদিন রানীনগর এক নম্বর ব্লকের গোয়াসের একটি সভা কক্ষে দলীয় আলোচনা শেষে সাংবাদিক বৈঠক করে বন ও ভূমি কর্মদক্ষ নারায়ন চন্দ্র দাস বলেন, দীর্ঘদিন ধরে পঞ্চায়েত সমিতিতে একনায়কতন্ত্র চালান তৎকালীন তৃণমূল কংগ্রেস ব্লক তথা পঞ্চায়েত সমিতির সভাপতি আমিনুল হাসান বাপি।