দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উত্সব। আর এই উত্সবকে আন্তর্জাতিক উত্সবের স্বীকৃতি পাওয়াতে ফের উদ্যোগী হল রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী হওয়ার পরেই রেড রোডে কার্নিভালের আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রশাসনিক সূত্রে খবর, সম্প্রতি কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের মাধ্যমে এই আবেদন পৌঁছে গিয়েছে যথাস্থানে। সেই আবেদনের ভিত্তিতে এবার মূল্যায়ন করবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। এখনও পর্যন্ত গোটা বিশ্বের ছ’টি উত্সবকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ব্রাজিল,বলিভিয়ার মতো বিশ্বের মাত্র ৬ দেশের উত্সব এখনও পর্যন্ত ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। তবে এটা ঘটনা বছর দুয়েক আগে বাঙালির এই উত্সবকে ‘মেগা ফেস্টিভ্যাল’ হিসেবে স্বীকৃতি দিয়েছিল ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল। এমনকী, ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’র ভাবনা নজর কেড়েছিল ইউনেস্কোর কর্তাদেরও। সেবার দুর্গাপুজোকে ঐতিহ্যশালী আন্তর্জাতিক উত্সবের তকমা দেওয়ার আবেদন জানিয়েছিল রাজ্য সরকার। কিন্তু শেষপর্যন্ত সেই স্বীকৃতি মেলেনি। এবার ফের ওই একই আবেদন জানিয়ে চিঠি দিয়েছে পর্যটন দপ্তর।
দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উত্সব। আর এই উত্সবকে আন্তর্জাতিক উত্সবের স্বীকৃতি পাওয়াতে ফের উদ্যোগী হল রাজ্য সরকার।
- Advertisment -