ঝাড়গ্রামের ঘোড়ামাড়া এলাকা থেকে দুই সন্দেহভাজন যুবককে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করল ঝাড়গ্রাম থানার পুলিশ। পুলিশ তাদের গ্রেফতার করে অস্ত্র আইনে মামলা রুজু করে। রবিবার ওই যুবক দুটিকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। ঝাড়গ্রাম আদালত ধৃতদের তিন দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
ধৃত যুবকের নাম, রোহিত পান্ডে ও গুরুপদ সিং।
ঝাড়্গ্রাম থানার পুলিশ ওই দুই যুবককে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে । তারা কোথা থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল এবং কী কারনে তারা আগ্নেয়াস্ত্র নিয়ে রাস্তায় ঘোরাফেরা করছিল তা জানার চেষ্টা করছে। এর পাশাপাশি তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের কোনো অভিযোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে।