Thursday, March 28, 2024
spot_img
spot_img
Homeকলমে"দিন শেষে" সাপ্তাহিক কলমে, হুগলি থেকে সায়ন মণ্ডল।

“দিন শেষে” সাপ্তাহিক কলমে, হুগলি থেকে সায়ন মণ্ডল।

কবিতা:-“দিন শেষে”
কলমে:-শাওন মন্ডল (পাপন)

দিন শেষে আমিও চলে যাব এই পৃথিবীর মায়া ছাড়ি,
দূর থেকে বহু দূর যেথায় শুধুই আছে নিস্তব্দতা।
চিরদিনের তরে চুকিয়ে নেব অজ্ঞাত সব আড়ি,
হয়তো কজনা করবে মনে পুরান স্মৃতির কথা।
আষাড়ের দিনে আমার রোপিত বটবৃক্ষটাও রবে বিদ‍্যমান,
বৃহৎ পৃথিবী হতে সেদিন হারাবো আমি আমার ক্ষুদ্রতম স্থান।

সেদিন প্রভাতও মুখরিত হবে পাখির কলরবে,
নীল-ধূসরের মাছরাঙাটাও বিচলিত হবে না শিকারে।
হয়তো সেদিন বোবা ছেলেটাও রকম কথা কবে!
দেখতে পাব না আমি,আমি তো থাকব অনেক দূরে।
সেদিনও বায়ুতে বহমান রবে কলমির সেই ঘ্রাণ,
মিটবে হয়তো তপ্ত রৌদ্রে পিপাসু পথিক প্রাণ।

সভস্ত দিন শেষে ক্লান্তির অবসানে,
অস্তগামী সূর্য শেষে উদয়িত হয় পূর্নিমা চাঁদ।
এভাবেই প্রবাহমান হাজারো নিশি-প্রভাত,
তবু যদি মনে জাগিবারে কবু স্বাদ,
আসিব বেয়ে গ্রাম বাংলার রাঙা-সরু-মেঠো পথ।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments