— : দিন মতামত : —
মেঘনাথ বাহাদুর থাপা
জিতপুর মোড়, তেহট্ট, নদীয়া
ছোটোবেলার রথের মজা
জিলিপি আর পাঁপর ভাজা,
রঙ মেখে ঢং
কত সব সং।
এক টাকাতেই নকল রাজা !
ঘাম ঝরা রোদ কি বা বৃষ্টি
ব্যর্থ যত অনাসৃষ্টি।
খেটে খুটে
পায়ে হেঁটে
দ্রুত চলি দিতে দৃষ্টি।
রঙ করা সব মাটির পুতুল
দশ পয়সাতে কাগজের ফুল,
ঠেলা খেয়ে
কাছে গিয়ে
দেখে দেখে কিনতে আকুল।
সেসব দিন আজ স্মৃতি কথা
ভাবতে লাগে ভীষণ ব্যাথা।
বাচ্চাদের আজ
ফুরোয় না কাজ
টিউশনে খেয়েছে মাথা।
তাও তো না হয় চলছিল বেশ
করোনাতে ধ্বংসালো দেশ।
ঘরে আটকা
শ্রাদ্ধ চটকা।
যেটুকু বাকি করতে শেষ !
বড়োদের মেলা ফেসবুকে
শিশুরাও মর ধুঁকে ধুঁকে।
কী ভবিষ্যত ?
দিন মতামত
নীচের কমেন্ট বক্সে ঢুকে।