দশ বছর নিজের পায়ে দাঁ’ড়িয়ে বাড়ি ফিরবো মাকে চিঠি দিয়ে বেপাত্তা ৩ পড়ুয়া।
এদের সকলেই বয়স ১৪ বছর, অপূর্ব এবং দেব বাদকুল্লা ইউনাইটেড অ্যাকাডেমির ছাত্র এবং সায়ন সরকার আরবান্দি নেতাজি বিদ্যাপীঠে পড়ে। পরিবারের দাবি, প্রলোভন দেখিয়ে কেউ অপহরণ করেছে তাদের, কিন্তু তদন্তে উঠে এসেছে ভিন্ন চিত্র, দেব তার বাড়িতে একটি চিরকূটে লিখে রেখে গিয়েছে, দশ বছর পর নিজের পায়ে দাঁড়িয়ে তবে বাড়িতে ফিরব।
দেবের পরিবারের সূত্রে জানা গিয়েছে, সে তার সঙ্গে একটি জামা এবং প্যান্ট নিয়ে গিয়েছে, এমনকি সে তার বাবার এটিএম কার্ড থেকে ২ হাজার টাকাও তুলেছে, কিন্তু বাকি দুই পড়ুয়ার কোন খোঁজ পাওয়া যায়নি। পুলিশ সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করে এবং সকলের খোঁজে তদন্ত শুরু করেছে।