Saturday, April 20, 2024
spot_img
spot_img
Homeখবরদক্ষিণ 24 পরগণা সেরা রাস উৎসব পিয়ালীতে।

দক্ষিণ 24 পরগণা সেরা রাস উৎসব পিয়ালীতে।

এই শ্রী কৃষ্ণের রাস উৎসব এবছর 26 বছরে পড়লো। এই রাস উৎসবে নৃত্য সাজে আলোকিত করে রঙ্গিন ভাবে সেজে উঠেছে পিয়ালি। পিয়ালির রাস দক্ষিণ 24 পরগণার সেরা উৎসব বলে আখ্যা দিলেন শুভাশীষ চক্রবর্তী মহাশয়। বহু বাধা কাটিয়ে আজ এই রাস মেলা শুভ সূচনা করেন রাজ্য সাভার সংসদ শ্রী শুভাশীষ চক্রবর্তী, দক্ষিণ 24 পরগণার বিদ্যুৎ কর্মদক্ষ শৈবাল লাহিড়ী, জেলা পরিষদের উপ কর্মদক্ষ জয়ন্ত ভদ্র, বারুপুর ব্লক সভাপতি শ্রী শ্যামসুন্দর চক্রবর্তী এবং পিয়ালী রাস উৎসবের সম্পাদক নন্দ গায়েন,ও সভাপতি বিজন কৃষ্ণ মন্ডল, সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গগণ। প্রতি বছর একমাস করে এই মেলা চলে। মহামারী করোণার অত্যন্ত প্রকোপের জেরে দুই বছর বন্ধ হয়েছিলো, ভগবান শ্রীকৃষ্ণের এই রাস উৎসবে ভীর হয়েছে নজর করা, পি সি নিউস বাংলার ক্যামেরার ফ্রেমবন্দি করা হয়েছে সেই ছবি আপনারা দেখতেই পাচ্ছেন।

দক্ষিণ 24 পরগণা সেরা রাস উৎসব পিয়ালীতে।
দক্ষিণ 24 পরগণা সেরা রাস উৎসব পিয়ালীতে।
দক্ষিণ 24 পরগণা সেরা রাস উৎসব পিয়ালীতে।
দক্ষিণ 24 পরগণা সেরা রাস উৎসব পিয়ালীতে।

ভগবান শ্রীকৃষ্ণের রাস মেলায় বসেছে হরেক রকম দোকান। রাজ্যের বিভিন্ন জেলার বহু দূর দূর থেকে এই মেলায় আসেন ভক্তরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments