Thursday, March 28, 2024
spot_img
spot_img
Homeদেশদক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যালে বিচারক হিসাবে ডাক পেলেন বঙ্গতনয়া স্বাতী ঘোষ।

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যালে বিচারক হিসাবে ডাক পেলেন বঙ্গতনয়া স্বাতী ঘোষ।

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যালে বিচারক হিসাবে ডাক পেলেন বঙ্গতনয়া স্বাতী ঘোষ। এই প্রদর্শনী চলবে ইন্টারন্যাশনাল কালচার অ্যান্ড আর্ট ফেডারেশন ও ‌‌ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামের যৌথ আয়োজনে ।  একাধিক বিভাগে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করার জন্য বিভিন্ন দেশের শিল্পীদের নিয়ে ১৪ জনের একটি বিচারকমণ্ডলী থাকবে। এই বিচারক মন্ডলীর অন‍্যতম সদস‍্য স্বাতী। সেই মঞ্চে প্রথম মহিলা প্রথম বাঙালী হিসাবে জায়গা পেলেন স্বাতী ঘোষ। দক্ষিণ কোরিয়ার সরকারি মিউজিয়ামে সেই ছবি জায়গা পায়। তাই সে দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যালে বিচারকের ভূমিকায় এবার দেখা যাবে এই বাঙালি কন্যাকে।

 

স্বামী মার্চেন্ট নেভি অফিসারের চাকরি ছেড়ে দক্ষিণ কোরিয়ায় জাহাজ তৈরির সংস্থায় যোগ দূয়। তারপ‍র স্বামী ও ছেলেকে নিয়ে সেখানে পৌঁছে যায়। করোনার বাড়বাড়ন্তে বন্ধ হয়ে যায় দেশে ফেরার পথ। চরম দুশ্চিন্তা হতাশার মাঝে দিন কাটছিল স্বাতীর। তারপর স্বাতী জানতে পারে, দক্ষিণ কোরিয়া সরকার একটি আন্তর্জাতিক অঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করেছে ৷ এরপরেই মনকে চাঙ্গা করতে স্বাতী বসে পড়ে পেন পেন্সিল খাতা নিয়ে। বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৬০০ জন শিল্পীর আঁকা ছবিগুলির মধ্যে সেরার সেরা অধিকার ছিনিয়ে নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments