তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেপ্তার গৃহ শিক্ষিকার স্বামী। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার স্থিরপাড়া বুড়িবটতলায়। জানা গিয়েছে, নির্যাতিতার কাকার ছোট্ট শিশু, স্থানীয় গৃহ শিক্ষিকা পামপি মন্ডলের কাছে গত ১৯ জুলাই সন্ধেতে বিকেলে পড়তে গিয়েছিল।
ভাইকে আনতে গিয়েছিল তৃতীয় শ্রেণীর ছাত্রী। শিক্ষিকার স্বামী সুব্রত মন্ডল ওই কিশোরীকে জানায় দশ মিনিট দেরি আছে। ফোনে ফ্লিম দেখানোর নাম করে ছাদে নিয়ে যায় সুব্রত। সেখানেই ওই কিশোরীকে শ্লীলতাহানি করে। পরদিন সকালে নাবালিকার শরীরে স্পট দেখতে পেয়ে ওর বাবা-মা জিজ্ঞ্যেস করে।
তখন কিশোরী সব জানায়। লজ্জায় নির্যাতিতার পরিবার মুখ বুজে ছিল। কিন্তু ঘটনাটি চাউর হওয়ায় শনিবার রাতে ওই কিশোরীর ঠাকুরদা ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে ওইদিন রাতেই পুলিশ অভিযুক্ত সুব্রত মন্ডলকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কিশোরীর পরিবার ও পড়শিরা।