Saturday, September 14, 2024
spot_img
spot_img
Homeখবরতৃণমূল সাংসদের বিস্ফোরক মন্তব‍্য, রাজ্যে যে এত দুর্নীতি, তার আসল কারণ জানা...

তৃণমূল সাংসদের বিস্ফোরক মন্তব‍্য, রাজ্যে যে এত দুর্নীতি, তার আসল কারণ জানা গেল কি?

শিক্ষক নিয়োগের ব‍্যপারে তৃণমূল সাংসদের বিস্ফোরক মন্তব‍্য, রাজ্যে যে এত দুর্নীতি, তার আসল কারণ জানা গেল কি?

রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক তথ্য সামনে আসছে। শিক্ষক নিয়োগে দুর্নীতির পিছনে আসল কারণ কী? জানালেন তৃণমূল সাংসদ সৌগত রায়। শিক্ষক দিবসের ওই অনুষ্ঠান থেকে কমিউনিস্টদের আক্রমণ করতেও ভোলেননি সৌগত। একটি পুরনো ঘটনার উল্লেখ করে তিনি বলেন, “কমিউনিস্টের আমি জিজ্ঞাসা করলাম দাদা আপনারা বাস জ্বালান কেন?
ওরা বলল, শিক্ষকদের মাইনে না বাড়লে শিক্ষা ভাল হবে না। শনিবার দুপুরে উত্তর দমদম পৌরসভার তরুণ সেনগুপ্ত স্মৃতিভবনে শিক্ষক দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে সৌগত রায় বলেন, “শিক্ষাকে কেউ আর মিশন হিসেবে নেয় না, জীবনের লক্ষ্য হিসেবে নেয় না। পেশা হিসেবে নেয়। কোনও চাকরি পাচ্ছি না তাই শিক্ষকতা করব। যে কোনও মূল্যে করতেই হবে। সেই জন্য প্রাথমিক চাকরি পাওয়ার জন্য এত দুর্নীতি হচ্ছে। টাকা পয়সা দিয়ে একবার ঢুকে পড়তে পারলে সারা জীবনের জন্য একটা কর্মসংস্থান হয়ে গেল। আর এই পেশায় মাইনে বেশি। সেই কারণেই এত দুর্নীতি। দুর্নীতির ব্যাপারে যা ব্যবস্থা নেওয়া হচ্ছে তা আইনত হোক। সিপিএম-কে আক্রমণ করে সৌগত রায় বলেন, কমিউনিস্টের আমি জিজ্ঞাসা করলাম দাদা আপনারা বাস জ্বালান কেন? ওরা বলল, শিক্ষকদের মাইনে না বাড়লে শিক্ষা ভাল হবে না।” বর্তমানে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল সাংসদ বলেছেন, আজকে প্রশ্ন হল শিক্ষকদের মাইনে তো বেড়েছে। ছেঁড়া জামা থেকে এখন টেরিলিনের শার্ট হয়েছে। শিক্ষা কি অত ভাল হয়েছে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments