তৃণমূল দল ছারতেই কান্দি শহরের তৃণমূল দলের দুর্নীতি প্রসঙ্গে মুখ খুললেন গুরুপ্রসাদ মুখার্জি।
গুরুপ্রসাদ মুখার্জি কান্দি পৌরসভার দীর্ঘদিনের কাউন্সিলার তথা কান্দি পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান।তৃণমূলে নিজের স্থান ঠিকমত না পাওয়ার কারণে বা তৃণমূলে দলে যথাযোগ্য সম্মান না পাওয়ার কারণে গুরুপ্রসাদ মুখার্জী তার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন বলে মনে করা হয়েছে।24 শে এপ্রিল 2021 শনিবার অর্থাৎ গতকাল 68 কান্দি বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী গৌতম রায়ের সমর্থনে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর জনসভায় প্রায় হাজার জন তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেন গুরুপ্রসদ মুখার্জি।
আর বিজেপিতে যোগদান করার পর তৃণমূলের অপশাষণ ও দুর্নীতি কান্দি শহরে তথা রাজ্যে ছেয়ে গেছে বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান। গুরুপ্রসাদ মুখার্জি আরো জানান তৃণমূল দলে থাকাকালীন গুরুপ্রশাদ মুখার্জি তৃণমূল দল কে নিজের মন দিয়ে ভালোবেসেছেন যার জন্য তিনি তৃণমূলের অপশাসনের রাজনীতি তিনি আর মন থেকে মেনে নিতে পারছিলেন না। তৃণমূল কংগ্রেসের হয়ে কান্দি শহরে উন্নয়নের জন্য একাধিক প্রকল্প সামনে নিয়ে এসেছিলেন গুরুপ্রসাদ মুখার্জীর শহরের মানুষের সেবা করার জন্য সরকারি যে সমস্ত প্রকল্প গুলি রয়েছে তা নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করলেও কান্দি পৌরসভার তৎকালীন পৌর পিতা অপূর্ব সরকার গুরুপ্রসাদ মুখার্জীকে তা বাস্তবায়ন করতে দেননি বলে তিনি সংবাদ মাধ্যমকে মুখুমুখি হয়ে অভিযোগ করেন।2020 তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনে বাণীসংঘ মাঠে বক্তৃতা রাখার সময় তার বিক্ষুব্ধতা লক্ষ্য করা গিয়েছিল তখন থেকেই গুরুপ্রসাদ মুখার্জি তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ নেতা বলে মনে করা হচ্ছিল।
তৃণমূল দল পরিত্যাগ করে বিজেপিতে যোগদান করে তিনি নিজেকে অনেক হালকা লাগছে বলে মনে করছেন,অন্তত তিনি সাধারণ মানুষের জন্য এবার কাজ করতে পারবেন বলে মনে করেছেন বলে এনিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান।সব মিলিয়ে গুরুপ্রসাদ মুখার্জি তৃণমূল দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করায় বাড়তি অক্সিজেন যোগাবে গেরুয়া শিবির কে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশের।