ডিসেম্বরেই রাজ্যে ফের প্রাথমিক টেট, কারা বসতে পারবেন পরীক্ষায়।
এই বছরের ডিসেম্বর মাসে প্রাথমিকের টেট পরীক্ষা নেওয়া হবে। আজ, বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল সাংবাদিক বৈঠক করে সে কথা ঘোষণা করেছেন। আগামী ১০ ডিসেম্বর টেট পরীক্ষার দিন ধার্য করা হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে আজ, বুধবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আর বৃহস্পতিবার থেকেই শুরু হবে টেটের রেজিস্ট্রেশন। NCTE গাইডলাইন অনুসারে, প্রত্যেক বছর একবার করে প্রাথমিকের টেট নিতে হবে। শেষবার ২০২২ সালের ডিসেম্বর মাসে টেট পরীক্ষা হয়েছিল, তাতে কয়েক লক্ষ পরীক্ষার্থী অংশ নেন।

প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী সেই টেটে উত্তীর্ণও হয়েছেন। তবে, সেই নিয়োগ প্রক্রিয়াও পড়েছে আইনি জটিলতায়, ২০২২ টেটের নিয়োগ প্রক্রিয়া এখনও এগোয়নি। এরই মধ্যে ফের টেট পরীক্ষার প্রস্তুতি শুরু করেছে পর্ষদ। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, বিএড যাঁরা করেছেন, তাঁরা এ বছর টেটে বসতে পারবেন না, তবে ডিএলএড-সহ প্রাথমিক শিক্ষকের অন্য প্রশিক্ষণ যাঁরা নিয়েছেন, তাঁরা টেট দিতে পারবেন। তা ছাড়া, গত বছরের টেটে যাঁরা অকৃতকার্য হয়েছিলেন, তাঁরাও নতুন করে এ বছর ফর্ম পূরণ করতে পারবেন।
পর্ষদ সভাপতি বলেছেন, ২০২৩ সালের টেট ডিসেম্বরের ১০ তারিখে সম্পন্ন হবে, ওয়েবসাইটে বুধবারই বিজ্ঞপ্তি জারি করা হবে। বৃহস্পতিবার খবরের কাগজে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, ওই দিন সন্ধ্যা ৭টা থেকে আবেদন নিবন্ধীকরণের কাজ শুরু হবে। ২০২১-২৩ সালের ডিএলএড পরীক্ষার প্রথম পর্ব সম্পন্ন হয়েছে, সে কথাও বুধবারের সাংবাদিক বৈঠকে জানান পর্ষদ সভাপতি। ১৫০টি কেন্দ্রে প্রায় ৩৭ হাজার পরীক্ষার্থী ছিলেন। এই পরীক্ষার যাবতীয় প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করা হয়েছে।