Saturday, September 14, 2024
spot_img
spot_img
Homeখবরটোকিও আলিম্পিকের  জন্য নির্মিত গেমস ভিলেজেই হানা দিল করোনাভাইরাস।

টোকিও আলিম্পিকের  জন্য নির্মিত গেমস ভিলেজেই হানা দিল করোনাভাইরাস।

কঠোর বিধিনিষেধ করেও কোনো লাভ হল না, শেষ রক্ষা আর হল না। টোকিও আলিম্পিকের  জন্য নির্মিত গেমস ভিলেজেই হানা দিল করোনাভাইরাস। তবে জানা গিয়েছে, মাত্র একজন করোনায় আক্রান্ত হয়েছেন, তার পরিচয় এখনো জানা যায়। তবে তাঁকে একটি সবার থেকে আলাদা করে দিয়ে একটি হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে।

২৩ জুলাই থেকে শুরু হচ্ছে আলিম্পাক। হাতে আর মাত্র ৬ দিন পর। বহু খেলোয়াড় সেখানে পৌঁছে যায়। তবে এখনো সেখানে ভারতীয় খেলোয়াড়রা এখনও যায়নি। অলিম্পিকের আয়োজক সংস্থার মুখপাত্র মাসা টাকায়া বলেন, ‘‘একজন আক্রান্ত। ভিলেজের মধ্যে এটাই প্রথম করোনা সংক্রমণ।’’

গত বছর আলিম্পিক হওয়ার কথা ছিল, কিন্তু তা করোনার জন‍্য সম্ভব হয়নি। এ বছর গেমস ভিলেজে করোনা আটকানোর জন্য প্রচুর ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু তার পরেও করোনা আটকানো গেল। কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন   যে গেমস ভিলেজে ভাইরাসের প্রাদুর্ভাব আটকাতে সব রকম ব্যবস্থা নেবেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments