টেলিফোন গ্রাহকদের হয়রানি বন্ধ করতে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ টেলিকম আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।
নতুন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর পৌরহিত্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি জানান, মোবাইলের মাধ্যমে অবাঞ্ছিত কল এবং মেসেজ গ্রাহকদের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি, ঋণ দেওয়ার নামে জালিয়াতি বন্ধ করতে এবং ডিজিটাল লেনদেনকে আরও নিরাপদ করে তোলার ওপরেও তিনি বৈঠকে গুরুত্ব আরোপ করেন।
জনস্বার্থে প্রচারিত
শ্রী প্রসাদ টেলিকম ক্ষেত্রকে ব্যবহার করে অসাধু ব্যক্তিরা গ্রাহকদের সঙ্গে আর্থিক জালিয়াতি ও প্রতারণা করছে বলে উল্লেখ করেন ।এই ধরনের কার্যকলাপ অবিলম্বে বন্ধ করার জন্য তিনি আধিকারিকদের নির্দেশ দেন।