রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচনে পাঁচ জেলার ৩০ টি আসনে মোট ৪৯৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।
জনস্বার্থে প্রচার
রাজ্যে বর্তমানে ২৯৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকলেও, আগামী কয়েকদিনের মধ্যে ধাপে ধাপে আরও দুশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছাবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে। প্রথম দফার নির্বাচনে জেলাগুলিতে মোট দশ হাজার ২৮৮টি বুথের সবকটিতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।
এরমধ্যে বাঁকুড়ায় এক হাজার ৩২৮, পূর্ব মেদিনীপুরে দুই হাজার ৪৩৭, পশ্চিম মেদিনীপুরে দুই হাজার ৮৯, ঝাড়গ্রাম এক হাজার ৩০৭ এবং পুরুলিয়ায় ৩ হাজার ১২৭টি বুথ রয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গেও বৈঠক করেন তাঁরা।