জাকির হোসেন অত্যন্ত জনপ্রিয় হওয়ায় ষড়যন্ত্র করেই তার উপর হামলা হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিযোগ করেছেন।
জনস্বার্থ বিজ্ঞাপন
দক্ষিণ ২৪ পরগণার পৈলানে দলীয় কর্মীসভায় তিনি জানান, প্রকৃত সত্য জানতে বিশেষ তদন্তকারী দল সিট গঠন করা হয়েছে। তৃণমূল কংগ্রেসই আবার ভোটে জিতে ক্ষমতায় আসবে বলে দলনেত্রী, দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
যুব তৃণমূল সভাপতি, সাংসদ অভিষেক ব্যানার্জীর মতো তিনিও দাবি করেন, দক্ষিণ ২৪ পরগণার ৩১টি বিধানসভা আসনই পাবে তৃণমূল কংগ্রেস। তাঁর অভিযোগ, বিজেপি বহিরাগত গুণ্ডাদের দিয়ে বাংলা দখলের চেষ্টা করছে।