সঠিক জলের পাইপের দাবিতে কাজ বন্ধ করলো গ্রামবাসী।ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার নওদা থানার অন্তর্গত মধুপুর কুঠিপাড়া এলাকায়। ঘটনাস্থলে পৌছান PHE এর ইঞ্জিনিয়ার সহ ব্লক প্রশাসন। এই ঘটনায় PHE এর ইঞ্জিনিয়ার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, জলের পাইপলাইনের যে সমস্যা শুনলাম এবং দেখলাম সে বিষয়টি হায়ার অথোরিটির কাছে জানাবো এবং হায়ার অথোরিটি যে নির্দেশ দেবেন সেই অনুযায়ী কাজ হবে।স্থানীয় মানুষজন সংবাদ মাধ্যমকে জানান, বাড়ি বাড়ি জলের কানেকশন প্রজেক্টের কাজ চলছিল, আমাদের গ্রামের যে পুরনো জলের পাইপ লাইন ছিলো সেটি ১০ এমএমের পাইপ ছিল, সেই জলের পাইপ রাতের অন্ধকারে তুলে ভেঙে ফেলে সরু পাইপ দিয়ে কাজ চালাচ্ছিল। এলাকার মানুষজন সরু পাইপ দিয়ে কাজ করার কারণে কাজ বন্ধ করে দেয়। এলাকার মানুষজন এও জানান, যতদিন না পর্যন্ত মোটা পাইপ দিয়ে কাজ শুরু হবে ততদিন পর্যন্ত কাজ করতে দেব না আমরা। স্থানীয়দের আরো অভিযোগ, এটা রমজান মাস চলছে বেশ কিছুদিন ধরেই ট্যাপকলে জল বন্ধ আছে, যার কারণে অত্যন্ত অসুবিধার মধ্যে কয়েকটি গ্রাম অর্থাৎ কয়েক হাজার মানুষ। PHE ডিপার্টমেন্টের ট্যাপ কলের জলেই ভরসা আমাদের। কিন্তু রমজান মাসেই বেশ কিছুদিন থেকে জল বন্ধ করে দেওয়াই ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আমাদের।কুঠিপাড়ার বাসিন্দা রায়হান খন্দকার বলেন, গ্রামবাসীর পক্ষ থেকে ব্লক প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধি এবং PHE এর আধিকারিকদের কাছে একান্ত অনুরোধ, অতি শীঘ্রই মোটা পাইপ দিয়ে কাজ শুরু করা হোক এবং এই পবিত্র রমজান মাসে জল সমস্যা থেকে গ্রামবাসীকে মুক্তি দেওয়া হোক।
আপনি হয়ে যান রিপোর্টার। আপনার এলাকায় ঘটে যাওয়া ঘটনা আমাদের জানান:- 9434674111 বিজ্ঞাপন