বাঁকুড়া-পশ্চিম বর্ধমান সীমানায় দামোদর নদের উপর দুর্গাপুর জলাধারে স্নান করতে নেমে মৃত্যু হয়েছে চার কিশোরের। জানা গিয়েছে , সোমবার হোলি উৎসব শেষ করে দশ থেকে বারো জন দামোদর নদের জলে স্নান করতে নামে। সেই সময় চার কিশোর হঠাৎই নদীর জলে তলিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বড়জোড়া থানার পুলিশ। স্থানীয় মৎস্যজীবীদের সহযোগিতায় চার জনকে উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন ।
জনস্বার্থে প্রচারিত
মৃতদের মধ্যে অভিরাজ গুপ্তা নামে এক কিশোরের পরিচয় জানা গিয়েছে। সে দুর্গাপুর করঙ্গপাড়ার বাসিন্দা। আরও তিন কিশোর দুর্গাপুর এস ডি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে বড়জোড়া থানার পুলিশ ।