জর্জিয়ায় বিতর্কিত ফরেন এজেন্ট বিল নিয়ে প্রবল আন্দোলনঅব্যাহত, হাজার হাজার বিক্ষোভকারী বিলটি প্রত্যাহারের দাবিতে রাস্তায় নেমে আসেন। যে সব সংবাদ সংস্থা এবং সরকারি সংগঠনগুলির সঙ্গে বিদেশি যোগ রয়েছে, তাদের নথিভুক্তির লক্ষ্যে এই বিল এনেছে জর্জিয়া সরকার।
জর্জিয়ায় বিতর্কিত ফরেন এজেন্ট বিল নিয়ে প্রবল আন্দোলনঅব্যাহত।
- Advertisment -