Sunday, December 10, 2023
spot_img
spot_img
Homeখবরজয়দেব অঞ্চল সংস্কৃতির সভা সমিতির ৪৭ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন।

জয়দেব অঞ্চল সংস্কৃতির সভা সমিতির ৪৭ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন।

জয়দেব অঞ্চল সংস্কৃতির সভা সমিতির ৪৭ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন। বাংলা সালের আজ বাইশে কার্তিক ১৪২৯ সাল ইংরেজি নয় নভেম্বর 2022 বুধবার জয়দেব অঞ্চল সংস্কৃতি সেবা সমিতির উদ্যোগে আজ ৪৭ তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো সাংস্কৃতিক মঞ্চ ভক্তিভবনে। এই উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমসহ অন্যান্য জেলা থেকে আগত কবি ও সাহিত্যিকরা। এই অনুষ্ঠানের কবি সমাবেশ খুবই আকর্ষণীয়। প্রতিবছরের ন্যায় এ বছরও বাইশে কার্তিক জয়দেব অঞ্চল সংস্কৃতি সেবা সমিতির প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হচ্ছে।

এই অনুষ্ঠানের কবি সমাবেশ খুবই আকর্ষণীয়।

বর্ণময় উপস্থিত ছিলেন বিজ্ঞানী ও বিশিষ্ট সমাজসেবী ডঃ মুহাম্মদ মনকির হোসেন উপস্থিত ছিলেন সমিতির সভাপতি শান্তি কুমার রজক উপস্থিত ছিলেন সমিতির সম্পাদক শিক্ষক রঞ্জিত মুখার্জি এছাড়াও এলাকার বিশিষ্ট গুনী ও কবি সাহিত্যিকরা। সকাল আটটা বেজে ৩০ মিনিটে সমিতির পতাকা উত্তোলন হয়। পতাকা উত্তোলন করেন সমিতির সভাপতি শান্তি কুমার রজক মহাশয়। তারপর সকাল ন’টায় হয় অতিথি বরণ ও কবিতা পাঠের আসর। এইভাবে অনুষ্ঠানটি পুরোপুরি সম্পন্ন হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করলেন শেখ আনারুল হক অশুভাস কবিরাজ।।

মোহাম্মদ ফিরোজের রিপোর্ট বীরভূম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments