গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে পৌঁছে যায় মোথাবাড়ি থানার অন্তর্গত ভগবতীপুর কলুয়া টোলা এসএসকে স্কুলের প্রাঙ্গনে এসে উপস্থিত হন। সেখানে এসে দেখে ৮ থেকে ১০ জন লোক জড়ো হয়ে আছে। মোথাবাড়ি থানার পুলিশ ওখান থেকে ৬ জনকে গ্রেফতার করে।
পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে কেন তারা ওখানো জড়ো হয়েছিল? এর উত্তর জানা গেছে, তারা কমলপুর সংলগ্ন এলাকায় কোন দোকানে বা বাড়িতে ডাকাতি করার পরিকল্পনা ছিল । তার জন্য অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়েছিল।
দুস্কৃতিদের নাম হল, রাকিউল ঈসলাম, বাড়ি গয়েশবাড়ির সুজাপুর। রাজিকুল মুমিন , বাড়ি মোথাবাড়ি থানার পটলডাঙা এলাকায়। সাদিকুল মুমিন, আইয়ুব মুমিন, সারুপ শেখ, আরব শেখ এদের বাড়ি মোথাবাড়ি থানার অন্তর্গত কমলপুর বাবলা এলাকায়। এই ছয় ডাকাতকে আজ মালদা জেলা আদালতে তোলা হবে।