Saturday, September 14, 2024
spot_img
spot_img
Homeজেলাছয় জন ডাকাতদলকে আটক করল মালদা থানার পুলিশ:-

ছয় জন ডাকাতদলকে আটক করল মালদা থানার পুলিশ:-

 

গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে পৌঁছে যায় মোথাবাড়ি থানার অন্তর্গত ভগবতীপুর কলুয়া টোলা এসএসকে স্কুলের প্রাঙ্গনে এসে উপস্থিত হন। সেখানে এসে দেখে ৮ থেকে ১০ জন লোক জড়ো হয়ে আছে। মোথাবাড়ি থানার পুলিশ ওখান থেকে ৬ জনকে গ্রেফতার করে।

 

পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে কেন তারা ওখানো জড়ো হয়েছিল? এর উত্তর জানা গেছে, তারা কমলপুর সংলগ্ন এলাকায় কোন দোকানে বা বাড়িতে ডাকাতি করার পরিকল্পনা ছিল । তার জন‍্য অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়েছিল।

 

 দুস্কৃতিদের নাম হল, রাকিউল ঈসলাম, বাড়ি গয়েশবাড়ির সুজাপুর। রাজিকুল মুমিন , বাড়ি মোথাবাড়ি থানার পটলডাঙা এলাকায়। সাদিকুল মুমিন, আইয়ুব মুমিন, সারুপ শেখ, আরব শেখ এদের বাড়ি মোথাবাড়ি থানার অন্তর্গত কমলপুর বাবলা এলাকায়। এই ছয় ডাকাতকে আজ মালদা জেলা আদালতে তোলা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments