উচ্চ মাধ্যমিকে ফেল করা ছাত্র-ছাত্রীদের পাস করানোর দাবিতে প্রধান শিক্ষককে ঘরে আটকে রেখে বিক্ষোভ নিউ ব্যারাকপুরে।
উচ্চ মাধ্যমিকে ফেল করা পড়ুয়াদের পাস করানোর দাবিতে প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ। নিউ ব্যারাকপুর থানার বিলকান্দা -২ পঞ্চায়েতের লেনিনগড় শিক্ষা নিকেতন হাই স্কুলের ঘটনা। জানা গিয়েছে, এবছর উচ্চ মাধ্যমিকে ৮২ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৩০ জন ছাত্র-ছাত্রী অকৃতকার্য হয়।
ফেল করা ছাত্র-ছাত্রীদের পাস করিয়ে দেওয়ার দাবিতে স্কুলের প্রধান শিক্ষককে শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে স্কুল চত্বরে।
স্কুলে মোতায়েন করা হয়েছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ। পাস না করালে আত্মহত্যার হুমকি অকৃতকার্যদের। যদিও বিষয়টি সম্পর্কে প্রধান শিক্ষক কোন প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি।