Wednesday, April 24, 2024
spot_img
spot_img
Homeখবরছাড়পত্র চেয়ে মালিকেরা রাজ্য সরকারকে চিঠি লিখেছে।

ছাড়পত্র চেয়ে মালিকেরা রাজ্য সরকারকে চিঠি লিখেছে।

রাজ্যের সিনেমা হল গুলিকে লকডাউনের আগের মতো পুরোদমে চালু করার ছাড়পত্র চেয়ে হল মালিকেরা রাজ্য সরকারকে চিঠি লিখেছে।

 

আনলক পর্বে গত বছর অক্টোবর মাসে সিনেমা হল খুললেও সরকারি নির্দেশিকা অনুযায়ী সেখানে আসন সংখ্যার অর্ধেক দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

 

এই নির্দেশিকা প্রত্যাহারের আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে লেখা এক চিঠিতে হল মালিকদের সংগঠন ইস্টার্ন ইন্ডিয়া মোশান পিকচার্সের তরফে দাবি করা হয়েছে, সিনেমা হল থেকে কোভিড সংক্রমণ ছড়ানোর কোন নজির নেই।

 

তা স্বত্বেও হল গুলিতে ৫০ শতাংশ দর্শক নিয়ে চলার কারণে নতুন সিনেমা মুক্তি পাওয়ার ক্ষেত্রে প্রযোজকদের অনীহা দেখা যাচ্ছে।

 

ইম্পার সভানেত্রী পিয়া সেনগুপ্ত ওই চিঠিতে জানিয়েছেন সরকারি নির্দেশিকার কারণে বিশেষ করে সিঙ্গল প্লেক্স হলের মালিকেরা ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments