একটি নতুন নির্মীয়মান বাড়ির বাইরে থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল। ঘটনাটি ঘটেছে রাজাবাজার মোড়ে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। শুক্রবার সকালে এলাকার স্থানীয় লোকেরা প্রথম ওই মৃতদেহ লক্ষ করেন। চারতলা বাড়ির উপর ওই ঝুলন্ত মৃতদেহ দেখে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। রাস্তায় ভিড় জমে যায়। পরে দমকল বাহিনী এসে নামায় মৃতদেহটিকে। নারকেল ডাঙা থানায় খবর দেওয়া হয়।
মৃত ব্যক্তির নাম, রামিজ রাজা। বয়স ৪৫ বছর। নারকেল ডাঙার বাসিন্দা ওই ব্যক্তি। সূত্রের খবর, এর আগেও অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। শুক্রবারে রামিজ ওই বহুতলে ঢোকার সময় বাধা দেওয়া হয়, কিন্তু তারপরেও সে বাধা মানেনি।
ঘটনার তদন্তে নেমেছে নারকেল ডাঙা থানার পুলিশ।