Friday, April 19, 2024
spot_img
spot_img
Homeপশ্চিমবঙ্গঘোষণা করল রাজ্য: এবার থেকে রেশন-আধার সংযুক্তিকরণ হবে 'দুয়ারে সরকার' শিবিরেই।

ঘোষণা করল রাজ্য: এবার থেকে রেশন-আধার সংযুক্তিকরণ হবে ‘দুয়ারে সরকার’ শিবিরেই।

এবার থেকে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করা যাবে ‘দুয়ারে সরকার’ ক্যাম্পেই, এমনটাই ঘোষণা করল রাজ্য। এর আগে ‘দুয়ারে সরকার’ কর্মসূচির সময় নতুন রেশন কার্ড কিংবা রেশন কার্ডের কোনও ভুল-ত্রুটি থাকলে সেগুলিকে শুধু ঠিক করা যেত। কিংবা নতুন ঠিকানা এসব আপডেট করা যেত। কিন্তু রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড নম্বর লিঙ্কের বিষয়টি সেই সময় ছিল না। কিন্তু এবার রাজ্য সরকারের তরফে তা বাধ্যতামূলক করা হল। ‘দুয়ারে সরকার’ কর্মসূচির অন্তর্গত করা হল এই পরিষেবাটিকে।

যতদিন ‘দুয়ারে সরকার’ কর্মসূচির কাজ হবে ততদিন পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। তবে এরপরেও আপত্‍কালীন প্রয়োজনে রেশন দোকান থেকেও রেশন-আধার লিঙ্ক করানো যাবে।

এদিকে অগাস্ট মাসের মধ্যেই রেশন-আধার সংযুক্তিকরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। তারই মধ্যে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছে। যার ফলে এই শিবিরের মাধ্যমেই রেশন-আধার কার্ডের সংযুক্তিকরণের প্রক্রিয়া সিংহভাগই সেরে ফেলতে চাইছে রাজ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments