বাকি অর্থ বহন করবে রাজ্য সরকার। পয়লা মে দিল্লিতে এ’ব্যাপারে এক বৈঠক অনুষ্ঠিত হবে বলে, রাজ্যের পরিবেশ মন্ত্রী ডঃ মানস ভূঁইঞা জানিয়েছেন। প্রাথমিকভাবে স্থির হয়েছে, পাইলট প্রকল্প হিসেবে সুন্দরবন, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ জেলার একেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট জেলার একটি করে গ্রাম চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হবে। ওই গ্রামের প্রত্যেক পরিবারকে ধোঁয়াহীন চুল্লি কিংবা সৌরবিদ্যুৎচালিত ইন্ডাকশন দেবে পরিবেশ দপ্তর। এ’ব্যাপারে দিল্লি আইআইটি রাজ্যকে কারিগরি সহায়তা দেবে।