গৃহবধূকে মেরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা বলে চলনোর চেষ্টা শ্বশুরবাড়ির লোকেদের অভিযোগ মৃতার পরিবারের।
সুমিতা নস্কর নামে 30 বছরের এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠলো রঘুদেববাটি এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে, সূত্রের খবর রঘুদেব বাটির বাসিন্দা গোবিন্দ নস্করের সঙ্গে নলপুর বেটিয়ালির বাসিন্দা সুস্মিতা বিয়ে হয় ৮ বছর আগে, একটি ৬ বছরের কন্যা সন্তান আছে। মৃতার পরিবারের অভিযোগ বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ি থেকে তার স্বামী বিভিন্ন ভাবে তাকে বাড়ি থেকে টাকা আনার জন্য মারধর করতে থাকে, মাঝেমধ্যে তাদের মধ্যে কলোহো ও এমনকি হাতাহাতি পর্যন্ত হতো পঞ্চায়েত এর তরফ থেকে বেশ কয়েক বার মীমাংসা করিয়েছিলেন। আজ সকালে সুস্মিতা বাপের বাড়ির লোকেদের কাছে খবর যায় তার বোন পুড়ে আত্মহত্যা করেছে।
পরিবারের লোকজন সকাল সাড়ে পাঁচটায় এসে দেখে বাথরুমে পড়ে আছে তাদের বোন তাদের সন্দেহ হয় যে তাদের বোনকে আগে মেরে এইভাবে পুড়িয়ে দেয়া হয়েছে আর আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চালিয়েছে সুস্মিতার শ্বশুর বাড়ির লোক এমনই অভিযোগ। সুমিতার দাদার অভিযোগ তার শাশুড়ি, ভাসুর, জা , এবং তার স্বামী তার বোনের মৃত্যুর জন্য দায়ী। মানিকপুর তদন্ত কেন্দ্রে মৃতের বাড়ির লোকজন অভিযোগ জানাতে আসে। ময়নাতদন্তের জন্য সাঁকরাইল থানার পুলিশ নিয়ে যায় দেহ। অভিযুক্ত চারজনকে কঠোর শাস্তি দাবী জানায় পরিবারের লোকজন এই নিয়ে এলাকায় উত্তেজনা দেখা যায়। মৃত সুস্মিতার শাশুড়ি স্বামী ভাসুর এবং জাকে মানিকপুর তদন্ত কেন্দ্রের পুলিশ আটক করেছে। ঘটনা স্থলে সরোজমিনে দেখতে হাজির ছিলেন সাঁকরাইল থানার ভারপ্রাপ্ত অফিসার বিশ্বজিৎ বাবু, মানিকপুর তদন্ত কেন্দ্র OC এবং এসিপি সাউথ। সমস্ত ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ