Wednesday, April 24, 2024
spot_img
spot_img
Homeখবরগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৮৭১ জন।

গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৮৭১ জন।

দেশে দৈনিক করোনা সংক্রমণ, গত ডিসেম্বরের গোড়ার দিকের পর এই প্রথম ৩৫ হাজারের গন্ডী ছাড়ালো। স্বাস্থ্যমন্ত্রকের আজ সকালের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৮৭১ জন।

জনস্বার্থে প্রচারিত

দৈনিক সংক্রমণ বাড়ছে- মহারাষ্ট্র, পঞ্জাব, কর্ণাটক, গুজরাট ও তামিলনাড়ু-এই পাঁচটি রাজ্যে। মহারাষ্ট্রে একদিনে সবচেয়ে বেশী-১৬ হাজার ৬২০ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, গত ১৫ দিনে ১৬টি রাজ্যের ৭০টি জেলায় কোভিড নাইন্টিনের সংক্রমণ বেড়েছে ১৫০ শতাংশ।

তবে, সামগ্রিকভাবে নতুন করে আক্রান্তের হার ৫’ শতাংশের নীচে নেমেছে। পরীক্ষা, সংক্রমণের উৎস চিহ্নিত করা, চিকিৎসা এবং ভ্যাকসিনের ওপর নতুন করে জোর দেওয়া হচ্ছে ব’লে শ্রী ভূষণ জানান।
দেশে এখন চিকিৎসাধীন রোগীর সংখ্যা মোট আক্রান্তের দুই দশমিক ২/০ শতাংশ।

আরোগ্যের হার নেমে এসেছে ৯৬ দশমিক ৪/১ শতাংশে। একদিনে আরো ১৭২ জনের মৃত্যু হওয়ায়, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে-১ লক্ষ ৬৯ হাজার ২১৬।
এদিকে, কোভিডের টিকাকরণ’ও গতি পেয়েছে। আজ সকাল আট’টা পর্যন্ত টিকা দেওয়া হয়েছে ৩’ কোটি ৭১ লক্ষ ৪৩ হাজার ২৫৫ জনকে। ২৪ ঘন্টায় ভ্যাকসিন নিয়েছেন ২’লক্ষ ৭৮ হাজার ৭১৯ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments