Thursday, March 28, 2024
spot_img
spot_img
Homeখবরগতকাল ওড়িশার ঢেঙ্কানলে গতকাল এক কৃষক র‍্যালীতে যোগ দিয়ে তিনি বলেন।

গতকাল ওড়িশার ঢেঙ্কানলে গতকাল এক কৃষক র‍্যালীতে যোগ দিয়ে তিনি বলেন।

কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, কৃষিক্ষেত্রকে কার্যকর ব্যবসায় রূপান্তরিত করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। ওড়িশার ঢেঙ্কানলে গতকাল এক কৃষক র‍্যালীতে যোগ দিয়ে তিনি বলেন, নতুন কৃষি আইনের আওতায় দেশের প্রত্যেকটি কৃষকরা আরো লাভ করতে পারবেন।

 

ভাষণে শ্রী প্রধান বলেন, এই আইনগুলি এক দেশ, এক বাজার নির্মাণের পাশাপাশি কৃষকদের আত্মনির্ভর হয়ে উঠতেও সাহায্য করবে। তিনি স্পষ্ট ভাবে জানান, নতুন আইনের আওতায় কৃষকরা তাদের উৎপাদিত ফসল এপিএমসি সহ দেশের সর্বত্র তা বিক্রি করতে পারবেন।

 

কেন্দ্রীয় সরকারের কৃষিবান্ধব নীতিগুলির কথা অনুষ্ঠানে উল্লেখ করে মন্ত্রী বলেন, কংগ্রেস সরকারের ২০১৩ -১৪ সালে ওড়িশা থেকে ১ হাজার ৩১০ টাকা প্রতি কিলোগ্রাম পিছু ২ দশমিক ৮ মিলিয়ন মেট্রিক টন ধান সংগ্রহ করেছে। সেই জায়গায় গত বছর ১ হাজার ৮শো ১৫ টাকায় ৭ দশমিক ০/৫ মিলিয়ন মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। গত ৬ বছরে বিভিন্ন কৃষি প্রকল্পের অধীনে ৬০ হাজার কোটি টাকা ঐ রাজ্যের কৃষকদের হাতে তুলে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments