বর্ধমানের সরকারী কৃষি খামারে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘মাটি উৎসবের’ সূচনা করেন। তিনি বলেন, মাটির গাথা নামে একটি প্রশিক্ষণ কেন্দ্রও তৈরি হবে।
জনস্বার্থে প্রচারিত
রাজ্যের ৫৫ লক্ষ কৃষক, কৃষকবন্ধু প্রকল্পে উপকৃত হয়েছেন বলেও জানান তিনি। ধান উৎপাদন নিয়ে তিনি কেন্দ্রের সমালোচনা করে বলেন, বাংলায় আড়াই কোটি টন ধান উৎপাদিত হলেও কেন্দ্রীয় সরকার ৪৯ লক্ষ টন ধান কিনেছে রাজ্য থেকে।
অথচ দেশের অন্যান্য রাজ্য থেকে বেশি ধান কিনেছে কেন্দ্র। বর্ধমানের কৃষি খামার আরও বেশি করে প্রশিক্ষণ দেয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।