জো বাইডেন রাষ্ট্রপতি পদে শপথ নেবেন আগামী ২০ জানুয়ারি । সময়ের বিচারে মাত্র ৪ দিন পরেই তিনি আমেরিকার দায়িত্ব নেবেন । ইতিমধ্যেই তিনি সরকার পরিচালনার জন্য তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিদের মনোনীত করে ফেলেছেন । ভারতীয় বংশোদ্ভূতদের তিনি সবচেয়ে বিশ গুরুত্ব দিয়েছেন । আজ শনিবার তিনি আমেরিকার জাতীয় অর্থনৈতিক পর্ষদের ডেপুটি ডিরেক্টর পদে ইন্দো-মার্কিন সমীরা ফাজিলিকে বেছে নিয়েছেন বাইডেন।
ওয়াশিংটনের সাদা বাড়িতেই বসবেন সমীরা ফাজিলি। জাতীয় অর্থনৈতিক পর্ষদ দেশের অর্থনীতির নীতি নির্ধারণ করে। সেইসঙ্গে মার্কিন রাষ্ট্রপতির অর্থনৈতিক উপদেষ্টা হিসাবেও কাজ করে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। বর্তমানে ফাজিলি বাইডেন-হ্যারিসের অর্থনৈতিক উপদেষ্টা সংস্থার প্রধান। এর আগে ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক অফ অ্যাটলান্টার শীর্ষ পদে ছিলেন। ইয়েল ল স্কুল এবং হার্ভার্ড কলেজের স্নাতক ফাজিলি বর্তমানে স্বামী ও তিন সন্তানের সঙ্গে জর্জিয়ায় থাকেন।