কালিয়াচক কান্ডে এখনও পুলিশ রহস্যের কিনারা করতে পারেনি। তবে পুলিশের তদন্তে উঠে এসেছে আসিফের অর্থলোভ। ১৮ বছরের ছেলের কীসের এত অর্থলোভ? তদন্তে তার বাড়ি থেকে উদ্ধার হয় লক্ষ লক্ষ টাকা। নিজের বাবা, মা, বোন ও দিদাকে ঘুমের ওষুধ খাইয়ে চৌবাচ্চায় ফেলে খুন করে আসিফ৷ ঘুমের ওষুধ, সেলোটেপ, দড়ি কিনেছিল নিজেই৷ খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে ঘোপন পথে গুদাম ঘরে রেখে আসে পরিবারের সদস্যদের। তারপর চৌবাচ্চায় ফেলে বালি-সিমেন্ট চাপা দিয়ে রেখে দেয়। একথা নিজেই স্বীকার করেছে আসিফ।
এই ঘটনার খুনের তদন্ত করতে গিয়ে প্রতিবেশীদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে ছোটো থেকেই আসিফের টাকার লোভ ছিল। বন্ধু দের সাথে প্ল্যান করে টাকা পয়সা হাতানোর নানান পদ্ধতি বার করত সে৷ বছর কয়েক আগে প্ল্যান করে মিথ্যে অপহরণের গল্প সাজিয়ে বাড়ি থেকে টাকা হাতিয়েছিল সে।