কাবুল থেকে ছুটিতে দেশে ফিরেছেন বারুইপুরের কল্যাণপুরের দুই বাসিন্দা জয় গোমস ও রঞ্জিত গোমস। একবছর আগে দুজনেই মার্কিন সেনার খাবার তৈরির কাজ পেয়ে কাবুলে গিয়েছিলেন। জয় গোমস ১৩ই আগষ্ট বাড়ি ফেরেন। আগামী ৩রা সেপ্টেম্বর ছুটি শেষে তার আবার যাওয়ার কথা ছিল। এই অবস্থায় আর না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
অন্যদিকে রঞ্জিত গোমস জানান, পরিস্থিতি খারাপ হওয়ার কারণে তিনি যে কোম্পানির হয়ে কাজে গিয়েছিলেন তারাই তাদের ফেরার ব্যবস্থা করেন। আর্মি ক্যাম্প থেকে বুলেট প্রুফ গাড়িতে তাঁরা বিমানবন্দর পর্যন্ত। বিমানবন্দরে যাওয়ার পথে রাস্তার দুপাশে আতঙ্কিত বাসিন্দাদের দেখেন তাঁরা।