Friday, March 29, 2024
spot_img
spot_img
Homeদেশকাতারের আম উৎসবে নজর কাড়ল মালদার আম:-

কাতারের আম উৎসবে নজর কাড়ল মালদার আম:-

কাতার হল মধ‍্যপ্রাচ‍্যের দেশ। কাতারের রাজধানী হল দোহায়। বুধবার এবং বৃহস্পতিবার দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক এই আম উৎসব। এই দোহায়েতে দু দিন ব‍্যাপী আন্তর্জাতিক আম উৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসবে নজর কাড়ল মালদার আম। এই আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক উৎসবে মালদার ফজলি, ল্যাংড়া, লক্ষণভোগ সহ ৮ প্রজাতির আম অংশ নিয়েছিল।  মালদার আমকে বিশ্ববাজারে তুলে ধরার জন্য রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করেছিল। মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে মালদা থেকে আট প্রজাতির আম পাড়ি দিয়েছিল কাতারের দোহায়।

মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জল সাহা বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় মালদার জগৎবিখ্যাত ফজলি, ল্যাংড়া, লক্ষণভোগ সহ আট প্রজাতির আম পাড়ি দিয়েছিল কাতারে‌। প্রতিযোগিতামূলক এই উৎসবে অংশ নিয়ে নজর কাড়ে মালদার আম। ইতিমধ্যে মালদার আমের কদর বেড়েছে আন্তর্জাতিক আম উৎসবে। ফলস্বরূপ আরও দুই কন্টেনার আমের বরাত পাওয়া গেছে।’  এর পাশাপাশি এও জানান, ভবিষ্যতে বিশ্ববাজারে আরো বেশি করে যাতে ছড়িয়ে পড়ে তার উদ‍্যোগ নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments