Friday, April 26, 2024
spot_img
spot_img
Homeখবর‘‘কাজ করতে চাই, ব্যক্তিগত স্বার্থে নয়, দলের মঙ্গলের জন্য কথা বলি ,...

‘‘কাজ করতে চাই, ব্যক্তিগত স্বার্থে নয়, দলের মঙ্গলের জন্য কথা বলি , ভুল থাকলে মিটিয়ে নিক” দলকে স্পষ্ট বার্তা রাজীবের

এখনই তৃণমুল ছাড়ছেন না রাজীব বন্দ্যোপাধ্যায় । তিনি তৃণমুলে আছেন , থাকবেন । তেমনই বার্তা দিলেন আজ ফেসবুকে । গতকালই জানা যায় দীর্ঘদিন চুপ করে থাকার পর আজ শনিবার বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভে আসবেন । তা নিয়ে রাজ্যবাসীর আগ্রহ ছিল দেখার মতো । বিভিন্ন টিভি চ্যানেল তাঁর বক্তব্য সরাসরি সম্প্রচারও করে । কিন্ত শেষ পর্যন্ত তিনি আদৌ গেরুয়া শিবিরে যাবেন কিনা তা স্পষ্ট করেননি ।

এদিন তিনি ফেসবুকে বলেন, ‘‘কাজ করতে চাই, তাতে বাধা পেলেই কষ্ট পাই, মনে ক্ষোভ জমে। ব্যক্তিগত স্বার্থে নয়, দলের মঙ্গলের জন্য কথা বলি। দল মানুষের সঙ্গে থাকুক, ভুল থাকলে মিটিয়ে নিক।” অনেকেই তাঁর ফেসবুক লাইভে জিজ্ঞেস করেন তৃণমূলের থেকে দূরত্ব বাড়ছে নাকি! তাতে কৌশলী উত্তর দিয়েছেন রাজীব। বলেছেন, ”এখনও ধৈর্যচ্যুতি ঘটেনি। ধৈর্য ধরে আছি, ধৈর্যের পরীক্ষা দিচ্ছি।” দলের একাংশের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ”দলনেত্রীও কাজের কথাই বলেন। কিন্তু যখন কাজ করতে গিয়ে বাধা পাই, তখন খারাপ লাগে। দুর্নীতির বিরুদ্ধে মানুষের জন্য কাজ করতে হবে। দুঃখ লাগে যে, কিছু নেতা আছে, যখন দিশা দেখাতে চাইছি তখন তারা সেটাকে সমালোচনা করছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments