রাজ্য জুড়ে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ফের ৭০০-র গণ্ডি পার করল। কলকাতাতেও সংক্রমণের দৈনিক সংখ্যা বেড়েছে। তবে গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে কোভিডে মৃত্যু কমলেও এ শহরে ফের তা ঊর্ধ্বমুখী। সেই সঙ্গে রাজ্য জুড়ে সংক্রমণের দৈনিক হারও বেড়েছে। এ ছাড়া, আগের থেকে টিকাকরণও বেড়ে ৩ লক্ষাধিক হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৭৩৯ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধুমাত্র উত্তর ২৪ পরগনাতেই নতুন আক্রান্ত ৮৯। কলকাতার আরও ৮৮ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় দার্জিলিংয়ে ৭৩, দক্ষিণ ২৪ পরগনায় ৫৯, হুগলিতে ৪৯, পূর্ব মেদিনীপুরে ৪৫ এবং পশ্চিম মেদিনীপুরে ৪৩ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে।
পাশাপাশি, রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই কমবেশি নতুন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৩৭ হাজার ১৮৫। তার মধ্যে সক্রিয় রোগী ১০ হাজার ১০৯ জন।
স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। তার মধ্যে উত্তর ২৪ পরগনায় ৪ জন বাসিন্দা মারা গিয়েছেন। কলকাতায় মৃত্যু হয়েছে ৩ জন বাসিন্দার। এ ছাড়া, জলপাইগুড়িতে ১ জন মারা গিয়েছেন। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে ১৮ হাজার ২৭৬ জন কোভিড রোগীর মৃত্যু হল।
সংক্রমণ রুখতে স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়াও টিকাকরণ এবং কোভিড পরীক্ষার দিকে গুরুত্ব দিতে হবে বলে পরামর্শ দিয়েছেন চিকিত্সকেরা।