ইসলামপুর:- বৃহস্পতিবার গভীর রাতে চোপড়া থানার সোনাপুর অয়েল ইন্ডিয়া মোড় ৩১ নম্বর জাতীয় সড়কে কর্মরত অবস্থায় লরির ধাক্কায় মৃত্যু এক সিভিক ভলেন্টিয়ারের।
মৃত ওই সিভিকের নাম নিত্যানন্দ দেবনাথ, বয়স ২৭ বছর। বাড়ি চোপড়া থানার ছুটিয়াখোরের গ্রাম পঞ্চায়েতের খুনিয়া এলাকায়। মৃত সিভিকের আত্মীয় গোবিন্দ চন্দ্র দাস জানিয়েছেন, গভীর রাতে চোপড়া থানার সোনাপুর অয়েল ইন্ডিয়া মোড় ৩১ নম্বর জাতীয় সড়ক চেকপোস্টে নাকা চেকিং চলা কালীন দ্রুত গতিতে আসা একটি লরি ওই সিভিক ভলেন্টিয়ারকে পিষে দিয়ে চলে যায়।
জনস্বার্থে প্রচারিত
ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সিভিক ভলেন্টিয়ারের। এরপর ওই সিভিক ভলান্টিয়ারকে দোলুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনায় পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।