আজ ২৫শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে মালদা জেলার বামনগোলা ব্লক তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ রবিবার সরকারি স্বাস্থ্যবিধি মেনে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হয় পাকুয়াহাটে দলীয় কার্যালয়ে।
এদিন প্রথমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি মাল্যদান করেন শ্রদ্ধা নিবেদন করেন তৃনমূল কংগ্রেসের কর্মীরা। তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে কবিগুরু গান গেয়ে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করলেন বামনগোলা ব্লক তৃনমূল কংগ্রেসের কর্মীরা।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামনগোলা ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি অশোক সরকার, ব্লক তৃনমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি সুজয় সাহা, সুজিত মন্ডল, তৃনমূল ছাত্র পরিষদের সভাপতি টোটন দাস সহ অন্যান্য কার্যকরতা। এদিন কবিগুরু ১৬০তম জন্মদিন সসম্মানে পালন করা হয় রবিঠাকুরের জন্মদিন।