মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর লোকসভা আসন থেকে জিতে সাংসদ হয়েছিলেন অভিজিৎ মুখোপাধ্যায়। ২০১৯ এ লোকসভা ভোটে তৃণমূলের কাছে হেরে যান। গত কয়েক মাস ধরেই তার সাথে কংগ্রেসের কোনো যোগাযোগ ছিল না। একুশের নির্বাচনের প্রচারেও তাঁর দেখা মেলেনি। এমনকি ত়াঁর সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠতা নিয়ে বেশকিছু দিন ধরেই জল্পনা চলছিল। এই সব জল্পনার অবসান ঘটিয়ে, প্রয়াত প্রাক্তণ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন।
আজ বিকাল চারটের সময় সুদীপ বন্দ্যোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিয়েছেন। যোগদানের অনুষ্ঠানে, অভিজিৎ বলেন, ‘BJP-র বঙ্গজয়ের স্বপ্ন ভেঙেছেন দিদি। তৃণমূলে সদস্য হিসেবে যোগদান করলাম। তৃণমূলের কাছে আমি কৃতজ্ঞ। গ্যাসের দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এর বিরুদ্ধে লড়াই করা তৃণমূলের ধর্ম।’