এরাজ্যে কোনোভাবেই সংশোধিত নাগরিকত্ব আইন বলবৎ করতে দেওয়া হবে না বলে তৃণমূল কংগ্রেস নেত্রী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ফের জোর দিয়ে বলেছেন।
জনস্বার্থে প্রচারিত
তিনি অভিযোগ করেন, রাজ্যের ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেসকে সরানোর জন্য বিজেপি-র কেন্দ্রীয় নেতারা ভয়, দেখানোর চেষ্টা করছ। আজ দক্ষিণ কলকাতার আলিপুরে উত্তীর্ণ মঞ্চে সামাজিক কল্যাণ কাজে যুক্ত স্বেচ্ছাসেবী সংস্থা, ধর্মীয় সংগঠন এবং মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে কথাবার্তায় তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, রাজনীতিতে সৌজন্য একতরফা হয় না। রাজ্যে তাঁর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ফের ক্ষমতায় ফিরবে বলে দলনেত্রী প্রত্যয় ব্যক্ত করেন।
স্বেচ্ছাসেবী সংস্থা এবং ধর্মীয় সংগঠনগুলির পাশে তাঁর সরকার সবসময় আছে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন।