সারা দেশের সঙ্গে এরাজ্যেও আগামী শুক্রবার করোনা টিকাকরণ প্রক্রিয়ার মহড়া চালানো হবে। এজন্য জেলাগুলিকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত শনিবার, দোসরা জানুয়ারি দেশজুড়ে প্রথম পর্যায়ে টীকাকরণের মহড়া চলে। এ রাজ্যের তিন জায়গা- উত্তর ২৪ পরগণার দত্তাবাদ, মধ্যমগ্রাম ও আমডাঙ্গায় ড্রাই রান চালানো হয়।
এরপর পরবর্তী পর্যায়ে গোটা রাজ্যেই শুক্রবার ৮ই জানুয়ারি এই মহড়া চলবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, এমাসের তৃতীয় সপ্তাহেই এরাজ্যেও ভ্যাকসিন দেওয়া শুরু হতে পারে।
এই ভ্যাকসিন মজুতের জন্য কলকাতা-সহ দেশের চারটি জায়গায় ব্যবস্থা করা হয়েছে। প্রথম দফায় স্বাস্থ্যকর্মীদের টীকা দেওয়া হবে। এই দফায় ৭০ থেকে ৮০ লক্ষ ভ্যাকসিনের ডোজ মিলতে পারে বলেও জানা গেছে।