ফের বীরভূমে বোমা বিস্ফোরণের ঘটনা। এবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলো তৃণমূলের পার্টি অফিসে।
ঘটনায় চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে বীরভূমের পাঁরুই থানার অন্তর্গত বাতিকার পঞ্চায়েতের খুষ্টিগিড়ি গ্রামের তৃনমুল পার্টি অফিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই পার্টি অফিসে মজুত করে রাখা হয়েছিল বোমা। সেই বোমাই বিস্ফোরণ হয় সোমবার সন্ধ্যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, জনবহুল এলাকায় এই পার্টি অফিসটি রয়েছে। এছাড়াও সারাদিনই এই পার্টি অফিসে বহু তৃণমূল কর্মীর যাতায়াত থাকে।
প্রসঙ্গত, এই পারুই খানারই ভেড়ামারী গ্রামে কয়েক সপ্তাহ আগে বাড়ির শৌচালয়ে মজুদ করে রাখা বোমা ফেটে উড়ে যায় বাড়ির একাংশ। তারপরও একাধিকবার বারুই থানার বিভিন্ন গ্রাম থেকে উদ্ধার হয় বোমা। তারই মধ্যে এবার তৃণমূল পার্টি অফিসে বিস্ফোরণ স্বাভাবিকভাবেই উঠছে একাধিক প্রশ্ন।