Tuesday, November 28, 2023
spot_img
spot_img
Homeখবরএক মৎস্য জিবির জলে ধরা পড়লো বিশাল আকৃতির কাতলা মাছ।

এক মৎস্য জিবির জলে ধরা পড়লো বিশাল আকৃতির কাতলা মাছ।

এক মৎস্য জিবির জলে ধরা পড়লো বিশাল আকৃতির কাতলা মাছ।

মৎস্যজীবীর জলে ধরা পড়লো মস্ত বড় কাতলা মাছ, যার ওজন শুনলে আপনিও চমকে যাবেন, ৩০ থেকে ৩৫ কিলো ওজনের কাতলা মাছ দেখতে ভীড় করেন মানুষজন। ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার শান্তিপুর ভাগীরথী নদীতে। এদিন সন্ধ্যায় মৎস্যজীবী গৌতম বিশ্বাস ভাগীরথী নদীতে জাল পেতেছিল মাছ ধরার জন্য।

জালে প্রথমে একটি ১০ কেজি ওজনের কাতলা মাছ ধরা পড়ে, পরবর্তীতে দেখে আরো একটি বিশাল আকৃতির কাতলা মাছ জালে ধরা পড়েছে, যার আনুমানিক ওজন ৩০ থেকে ৩৫ কেজি। দেখামাত্রই চক্ষু চরক গাছে মৎস্যজীবী গৌতম বিশ্বাসের। অনেকেই মাছটি কেনার জন্য আগ্রহ প্রকাশ করেন এবং একে একে দাম দেয়, মৎস্যজীবী গৌতম বিশ্বাসের দাবি, সাড়ে 500 টাকা কিলো দিলেই তিনি মাছটা বিক্রি করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments