এক তরুণীর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরানোর চেষ্টায়, তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তর ২৪ পরগণার বনগাঁর রামকৃষ্ণ পল্লীর বাসিন্দা ওই তরুণী।

মূল অভিযুক্ত উজ্জ্বল দাস ও তার দুই সঙ্গী রাজীব ঘোষ ও রাজেশ ঘোষ বনগাঁ থানার অন্তর্গত চাপাবেড়িয়া এলাকার বাসিন্দা তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতরাতে স্কুটিতে করে বাড়ি ফেরার সময় তরুণীর ওপর চড়াও হয় ওই তিন যুবক, তাঁর গায়ে কেরোসিন ঢেলে দেয় তারা। তবে, আগুন ধরানোর আগেই কোনোক্রমে প্রাণ বাঁচিয়ে পালিয়ে বনগাঁ থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান ওই তরুণী। ওই তরুণী জানাই, কয়েকদিন ধরেই এক যুবক তাঁকে অনুসরণ করছিল।