মহারাষ্ট্রের আকোলা জেলায় পারসে, একটি মন্দিরের টিনের ছাদের উপর বিরাট বড় একটি গাছ পড়ে এখন পর্যন্ত কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 33 জন।
গতকাল প্রায় 40 জন পুণ্যার্থী একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে মন্দিরে এক জায়গায় জড়ো হন। হঠাৎকরে বৃষ্টি আসায় টিনের ছাউনির নিচে আশ্রয় নিতে যান সকলেই। অতিরিক্ত ঝড়বৃষ্টির কারণে টিনের ছাউনির উপর বিরাট গাছ ভেঙে পড়ে। এখনো পর্যন্ত 36 জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন।
